বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

পোস্টকার্ড ডেস্ক ।।

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় দৈনিক সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তি। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে কেক কাটেন ও বক্তব্য রাখেন। মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ডা. মো. মোরশেদ, ইসলামি সাহিত্যিক ও মানবাধিকার গবেষক এম জহুরুল আনোয়ার কেক কাটায় অংশ নেন।

দৈনিক সময়ের আলোর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দৈনিক সময়ের আলোর চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার মিলন কান্তি দে. চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা সাহেদুর রহমান টিটু, চট্টগ্রাম মহানগর ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম ও সহসভাপতি নুর মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে চসিকের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আমার জানামতে সময়ের আলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। পত্রিকাটির লেখা দেখলে বুঝা যায়, তার উদ্দেশ্য-আদর্শ। গণমুখী সাংবাদিকতা আর নৈতিক আদর্শের কারণে পত্রিকাটি অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে।

তবে পত্রিকাটিতে চট্টগ্রামের খবর তেমন গুরুত্ব পায় না। শুধু সময়ের আলো নয়, জাতীয় অনেকগুলো পত্রিকা আছে যেখানে চট্টগ্রামের খবর খুব বেশি গুরুত্ব পায় না। তারা চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাপায় শুধু। আমি আশা করব সময়ের আলো সেখান সরে আসবে। চট্টগ্রামের বুকে জায়গায় করে নিবে সময়ের আলো।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. মো. মোরশেদ বলেন, দেশে পত্রিকা অগণিত। কিন্তু মানসম্মত ও নীতি আদর্শের পত্রিকা খুবই কম। মনতুষ্টির সাংবাদিকতা গ্রাস করছে সমাজকে ও রাষ্ট্রকে। মনোজগতের সাংবাদিকতার দিকে সময়ের আলো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। সেই সাথে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের ভার নিজের হাতে তুলে নিয়েছেন। সময়ের আলোও চট্টগ্রামের কথা বেশি বলবে সেটাই প্রত্যাশা।

খালেদ / পোস্টকার্ড ;