চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর সীতাকুণ্ডের করোনা ইউনিটে ১০টি বেড দিলেন

চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর সীতাকুণ্ডের করোনা ইউনিটে ১০টি বেড দিলেন
চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর সীতাকুণ্ডের করোনা ইউনিটে ১০টি বেড দিলেন

পোস্টকার্ড ডেশক ।।

চট্টগ্রামের সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার করোনা ইউনিটকে ২০ শয্যায় উন্নীত করতে ১০টি মেডিক্যাল বেড ও সরঞ্জাম দিয়েছেন।

শনিবার দুপুরে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদের কাছে বেড ও সরঞ্জাম হস্তান্তর করেন চেয়ারম্যান শওকত আলী।

তিনি বলেন, সীতাকুণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় রয়েছে ১০ শয্যার আইসোলেশনের ব্যবস্থা। যা আসলেই অপ্রতুল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ১০ শয্যার এ আইসোলেশন ইউনিটকে ২০ শয্যায় উন্নীত করার। আমার এ ইচ্ছার কথা মাননীয় সংসদ সদস্য দিদারুল আলম ও ইউএনও মিল্টন রায়কে জানালে তারাও সাধুবাদ জানান। বেড ও সরঞ্জাম প্রদানের সময় উনারা উপস্থিত হন।

নতুন ১০টি বেড ও সরঞ্জাম পাওয়ায় বেশি করোনা রোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন।

তিনি বলেন, চেয়ারম্যান শওকত আলী দিয়েছেন বেড ও সরঞ্জাম। এছাড়া এখানে সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন দিচ্ছেন সংসদ সদস্য দিদারুল আলম। অক্সিজেন স্থাপনের অবকাঠামো পরিদর্শন করে গেছেন তিনি। শিগগির এ হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সংযুক্ত হবে।

সংসদ সদস্য দিদারুল আলম বলেন, যদি উপজেলার শিল্পপতিরা সমন্বিতভাবে এগিয়ে আসেন তাহলে এ উপজেলার চিকিৎসাসেবার মান বাড়বে। অনেক জীবন রক্ষা পাবে। আমি এখন হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন স্থাপন করে মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা স্থান পরিদর্শন করেছেন। অল্প সময়ের মধ্যেই এখানে হাইফ্লো অক্সিজেন স্থাপন করা হবে।