চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন পারভেজ উদ্দীন সান্টু

চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন পারভেজ উদ্দীন সান্টু
চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন পারভেজ উদ্দীন সান্টু

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আংশিক আকবর-শাহ ও পাহাড়তলী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগ  সদস্য মোঃ পারভেজ উদ্দীন সান্টু ।

তিনি মনোনয়ন ফরম জমাও দিয়েছেন ।

তিনি এক ফেসবুক পোষ্টে লেখেন , 

প্রিয় সীতাকুণ্ডবাসী।

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহু।

মহান আল্লাহতালার অশেষ কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্হ আছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও মহান রবের কৃপায় ভালো এবং সুস্হ আছি। আলহামদুলিল্লাহ।

প্রিয় সীতাকুণ্ডবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আমাদের প্রিয় চট্টগ্রাম -০৪ সীতাকুণ্ড আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদান করি।

আমি মনে করি আমাদের প্রিয় সীতাকুণ্ড থেকে বাকি যারা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উনারা সকলেই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সম্মানের ব্যক্তি।উনারা সকলেই আমার সিনিয়র ব্যক্তি। রাজনীতিতে উনাদের অভিজ্ঞতার কমতি নেই এই সীতাকুণ্ডের জনপদে ও সাধারণ জনগণের প্রতি। তাই আমি মনে করি উনাদের থেকে যেকোনো একজন সম্মানিত ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সীতাকুণ্ড বাসীর অভিভাবক করে নৌকা প্রতীক প্রদান করুন।

এই নৌকা প্রতীক উনাদের মাঝে যাকে প্রদান করা হবে আমি মোঃ পারভেজ উদ্দীন সান্টু তার প্রতি নির্বাচনী শতভাগ সফলতার সহিত কাজ করে জয়যুক্ত করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী কে সীতাকুণ্ডের নৌকার মাঝি উপহার দেবো ইনশাআল্লাহ।

প্রিয় সীতাকুণ্ডবাসী আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দ্বাদশ সংসদ নির্বাচনী আগমূহুর্ত পর্যন্ত সকলেই যে যার মনোনীত প্রার্থীর জন্য দোয়া করুন। তবে কেউ কাউকে কট্টক করে কটু কথা বলা থেকে বিরত থাকুন। কারণ মনে রাখতে হবে চট্টগ্রাম -০৪ আসনের সাংসদ যেই হোক উপকারটি যেনো আমাদের সীতাকুণ্ডবাসী'দের জন্য হয়।

পরিশেষে।

প্রার্থী যেই হোক! আমরা সবাই নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক সীতাকুণ্ড গড়ি। সকলে সুস্হ এবং ভালো থাকুন।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

জয় হোক বঙ্গবন্ধু কন্যার।

শুভেচ্ছান্তে।

মোঃ পারভেজ উদ্দীন সান্টু

সদস্য, সীতাকুণ্ড উপজেলা কৃষকলীগ।

খালেদ / পোস্টকার্ড ;