চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস এম আল মামুন

চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস এম আল মামুন
চট্টগ্রাম-৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এস এম আল মামুন

বিশেষ প্রতিবেদক ।।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আংশিক আকবর-শাহ ও পাহাড়তলী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি।

রবিবার (১৯ নভেম্বর ২৩)সকালে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এস এম আল মামুনের বড় ছেলে সাদমান সারার রাফসান।

এসএম আল মামুন সীতাকুণ্ডের জনপ্রিয় রাজনীতিবিদ এবিএম আবুল কাশেম মাস্টারের সন্তান। মরহুম আবুল কাশেম মাস্টার দু-দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তৃণমূল থেকে উঠে আসা এ নেতা বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার ছিলেন। আমৃত্যু পালন করে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব। ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। রাজনৈতিক দূরদর্শিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে।

তাঁরই যোগ্য সন্তান হিসেবেই সীতাকুণ্ডের মাটি ও মানুষের সাথে মিশে স্কুল জীবন থেকেই রাজনীতি করে আসছেন আলহাজ্ব এস এম আল মামুন তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি, আল মামুন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করার জোর দাবি আছে এলাকাবাসীর পক্ষ থেকে।সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন বলেন,আমি সীতাকুণ্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে সকল উপর স্তরের রাজনীতি ব্যক্তি ও সীতাকুণ্ড জনসাধারণের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন আমাকে দল থেকে মনোনয়ন দিলে অবশ্যই চট্টগ্রাম-৪ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত বলে জানান তিনি।

খালেদ । পোস্টকার্ড ;