গাউসিয়া কমিটির উদ্যোগে সীতাকুণ্ড জোড়ামতলে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

গাউসিয়া কমিটির উদ্যোগে সীতাকুণ্ড জোড়ামতলে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত
গাউসিয়া কমিটির উদ্যোগে সীতাকুণ্ড জোড়ামতলে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত।

ইমাম হোসেন ইমন সীতাকুণ্ড চট্টগ্রাম ।।

গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড বাংলাবাজার ও জোড়ামতল শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ রবিবার সকাল ৭টায় জোড়ামতল বাজার সংলগ্ন চৌধুরী স্কয়ার  প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়, র‌্যালিটি বাংলাবাজার ও ছড়ারকুল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ বাংলাবাজার ও জোড়ামতল  শাখার সভাপতি সাধারণ সম্পাদক ও আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন মাওলানা মুহাম্মাদ আবু কায়সার 
এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বাংলাবাজার ও জোড়ামতল শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জোড়ামতল শাখার মোঃ রফিকুল ইসলাম রুবেল, আওয়ামিলীগ নেতা আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি তাদের উদ্দিন সিকদার, ইউপি সদস্য ওমর ফারুক সোহেল, ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মামুনসহ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, আজ ১২ রবিউল আওয়াল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল জেলায় উদ্যাপন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা ধীন জোড়ামতল  ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন করছি। মানবাতার মুক্তির ধুত হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সঠিক ভাবে তা মেনে চলার জন্য আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস আজকের এই দিনে। ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্ম গ্রহণ করেন তিনি আর ৬৩২ খৃস্টাব্দে একই দিনে ইহলোক ত্যাগ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। 

এসময় বক্তারা আরো বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহা মানব। বিশ্বের মুসলিম সমপ্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  

বক্তারা আরো বলেন, ইসলামের পাচঁটি স্তম্ভ এর মধ্যে নামায অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ কাজ, এই পাচঁ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় না করার কারনে আজ চারিদিকে অশান্তি, আসুন আমরা সকলে আল্লাহর হুকুম আহকাম ও রাসুল (সাঃ) এর রেসালত-সীরত ও তরীকা মতে আমাদের জীবন গড়ি, তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।

খালেদ / পেস্টকার্ড