কর্ণেলহাট বাজার কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর

কর্ণেলহাট বাজার কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীস্থ কর্ণেলহাট সিটি কর্পোরেশন বাজার অবশেষে অনেক দেরিতে হলেও স্থানান্তর করা হয়েছে । আজ সোমবার (২০ এপ্রিল) সকালে বাজারটি বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বাজার পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

সকালে আকবরশাহ থানা পুলিশের দু’টি টীম গিয়ে বাজারটি বন্ধ করে দেয়। জানা গেছে, বেশ কয়েকদিন আগে থেকে বাজার কমিটিকে এটি বন্ধ করে পার্শ্ববর্তী কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তরের জন্য বললেও বাজার কমিটি কিছুটা গরিমসি করছিল। বাধ্য হয়ে আজ সোমবার এটি পুলিশ গিয়ে বন্ধ করে।

এতোদিন এই কর্ণেলহাট বাজারটিকে বন্ধ করতে দাবি তুলেছিলেন স্থানীয়রা। প্রতিদিন প্রচুরসংখ্যক মানুষ এই বাজারটিতে আসতেন। বাজারটিতে সামাজিক দুরত্ব বজায় রাখার মতো স্থানও নেই অত্যন্ত সরু সব গলিতে বসতো কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজার। ফলে এখানে আসা ক্রেতাদের গায়ের সাথে গা ঘেঁষিয়ে বাজার করতে বাধ্য হতো। এই বাজার থেকেই পুরো উত্তর কাট্টলীর মানুষ বাজার করে থাকেন। এছাড়াও অলংকার, নোয়াপাড়া, উত্তর পাহাড়তলী থেকেও অনেকে এখানে বাজার করতে আসতেন। এছাড়াও সম্প্রতি করোনা রোগী সনাক্ত হওয়ায় লকডাউন করে দেয়া হয় আব্দুল আলীহাট বাজারটিকেও। ফলে সেখানকার অনেক ক্রেতাও কর্ণেলহাট বাজার থেকে কেনা-কাটা শুরু করে। ফলে প্রতিদিনই এখানে মানুষের জটলা হতো। এতে করে মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছিল।

এ ব্যাপারে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, আমরা ৫ দিন আগে থেকেই বাজার কমিটিকে বাজার সরিয়ে নিতে অনুরোধ করে আসছি। আমরা বাজার খুব কাছেই কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সেটি স্থানান্তরের জন্য বেশ কয়েকবার তাগাদা দিয়েছি। কিন্তু বাজার কমিটি কিছুটা গরিমসি করছিল। আমরা আজকে (সোমবার) বাজারটিতে যাতে কোনো বেচাকেনা না হয় সে জন্য ব্যবস্থা করেছি এবং প্রবেশপথগুলো বন্ধ করেছি। যারা বাজারের ব্যবসায়ীরা আছেন তারা ভ্যানে করে কিংবা অস্থায়ীভাবে মাঠে বাজার বসাতে পারবেন সরকারি নির্দেশনা মেনে। তিনি বলেন, বাজারটিকে লকডাউন বলা যাবে না। আমরা সাময়িকভাবে এটিকে স্থানান্তর করছি মাত্র। পরিস্থিতি অনুকূলে এলে বাজারটি আবারো সচল করা যাবে।

সকাল সাড়ে ১০টা থেকে মাঠে বসতে শুরু করে বাজার।