আনোয়ারায় করোনা রোগীদের চিকিৎসার এবার আইসোলেশন সেন্টার হচ্ছে

আনোয়ারায় করোনা রোগীদের চিকিৎসার এবার আইসোলেশন সেন্টার হচ্ছে

আনোয়ারা প্রতিনিধি ।।

করোনা রোগীদের চিকিৎসার জন্য আনোয়ারার লাবিবা কনভেনশন হলটিকে আইসোলেশন সেন্টার (অস্থায়ী হাসপাতাল) হিসাবে গড়ে তোলা হচ্ছে।

ভূমিমন্ত্রীর নির্দেশনায় সেন্টারটিতে রোগীদের বিনামূল্যে থাকা খাওয়াসহ সব ধরণের সহযোগিতার কথা জানালেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।

আনোয়ারায় পিএবি সড়কের পূর্ব পাশে শোলকাটা গ্রামের ধানপুরা রাস্তার মাথা এলাকায় অবস্থিত লাবিবা কনভেনশন হলটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার করতে বৃহস্পতিবার পরিদর্শনে যান ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, কনভেনশন হলের মালিক হাসানুর রশিদ রিপনের প্রতিনিধি সমাজ কর্মী মো. মহিউদ্দিন ।

সেন্টারটির পরিবেশ দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন। এখানে রয়েছে ৫ হাজার স্কয়ার ফুটের একটি মাঠ, মাঠের ২ পাশে গাছের সবুজ বাগান, সারাক্ষণ দক্ষিণা হাওয়া বহমান। ভেতরে ৭ হাজার স্কয়ার ফুটের হল রুম ছাড়াও পেছনে রয়েছে ৪ হাজার স্কয়ার ফুটের রান্না ঘর। ২ পাশে আলাদা আলাদা ওয়াশ রুম, বিদ্যুৎ পানিসহ রয়েছে সব সুবিধা। প্রকৃতির এই মনোরম পরিবেশে হাসাপাতাল করার উদ্যোগ বাস্তবায়ন হলে রোগীদের মাঝে স্বাস্থ্য সেবার পাশাপাশি মানসিক স্বস্তিও ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

কনভেনশন হলটির মালিক গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও সমাজ সেবক হাসানুর রশিদ রিপন জানান, মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির লক্ষ্যে নবী করিম (সাঃ) এর আদর্শকে ধারণ ও লালন করে আনোয়ারা উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের বিনা খরচে দাফন-কাফনের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি আনোয়ারার সাধারণ মানুষের সেবায় নিজেকে সব সময় রাখার চেষ্টা করেছি। করোনার এই দুর্যোগকালে এলাকার সব শ্রেণির মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে মানবিক বিবেচনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ আমার মালিকানাধীন লাবিবা কনভেনশন হলকে করোনা আইসোলেশন সেন্টার (অস্থায়ী হাসপাতাল) করার প্রস্তাব দিলে আমি তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করি। তিনি আরো বলেন, সাত হাজার স্কয়ার ফুটের হলটিতে এক তলায় নারী ও পুরুষের জন্য আলাদা বেড বসানোর সুবিধা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আনোয়ারার আইনশৃঙ্খলার উন্নয়নে কমিউনিটি পুলিশ গঠন কার্যক্রম ও নানা সমাজিক কর্মকাণ্ডে গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও সমাজ সেবক হাসানুর রশিদ রিপন সব সময় সহযোগিতা করে আসছেন। করোনার পরিস্থিতিতে দেশের চিকিৎসা ও হাসপাতালের সংকটের কথা বিবেচনায় রেখে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনায় তাঁর মালিকানাধীন লাবিবা কনভেনশন হলটিকে করোনা আইসোলেশন সেন্টার (অস্থায়ী হাসপাতাল) করার প্রস্তাব দিলে তিনি তাৎক্ষণিক রাজি হন। তিনি আরো জানান, ভূমিমন্ত্রীর নির্দেশনায় করোনা আক্রান্ত রোগীদের এই হাসপাতালে বিনামূল্যে থাকা-খাওয়াসহ সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, লাবিবা কনভেনশন হলটিকে নীতিগত ভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে এই হাসাপাতালে ১৫ থেকে ২০ টি সিট স্থাপন করা হবে। পর্যায়ক্রমে যাতে শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া যায় সেইভাবে গড়ে তোলা হবে।

উল্লেখ্য, আনোয়ারায় করোনা রোগীদের দাফন কাফনের জন্য গাউসিয়া কমিটির উদ্যোগে বিশেষ টিম গঠন করে মানবতার সেবায় এগিয়ে এসেছিলেন উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটার বাসিন্দা গাউসিয়া কমিটি আনোয়ারা উপজেলার সভাপতি ও সমাজ সেবক হাসানুর রশিদ রিপন।