গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক গেলেন সাংসদ লতিফ

 

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এমএ লতিফকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বু্লন্সেটি ছেড়ে যায়। এ সময় সাংসদ এমএ লতিফের সহধর্মীনী তার সঙ্গে ছিলেন।

সংসদ সদস্য এমএ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল বলেন, এমপি মহোদয় সুস্থ আছেন। উনার আগে থেকে হার্টের সমস্যা রয়েছে। আজ নিয়মিত চেকআপ করার জন্য ব্যাংকক গেছেন।

উল্লেখ্য, গত ৪ জুন বুকে ব্যথা নিয়ে সাংসদ এমএ লতিফ নগরের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল।