৩১ মে পর্যন্ত সীতাকুন্ডের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দোকান-মালিক সমিতির

৩১ মে পর্যন্ত সীতাকুন্ডের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দোকান-মালিক সমিতির
৩১ মে পর্যন্ত সীতাকুন্ডের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দোকান-মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড।।

দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠায় আগামী ৩১ মে পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহন করেছে সীতাকুন্ড দোকান-মালিক সমিতি।

শনিবার বিকাল ৩টায় পৌরসদর দোকান-মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহন করেন ব্যবসায়ী নেতৃবৃন্ধরা। এ সময়  উপজেলার কুমিরা, ভাটিয়ারী,দারগারহাট বাজারের প্রতিটি মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

দোকান-মালিক সমিতির গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনা সভায় ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটিতে আহবায়ক করা হয়েছে পৌরসদর দোকান-মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মসিউদ দৌলা।

এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কুমিরার ইউপি সদস্য আলা উদ্দিন, রেজাউল করিম বাহার, শহিদুল ইসলাম,খোরশেদ আলম ভূইয়া। আলোচনা শেষে পৌরসদরে মাইকিং করে মার্কেট বন্ধের ঘোষনা দেয়া হয়।