সীতাকুণ্ডের জোড়আমতলে লকডাউনে থাকা পরিবারের পাশে মহিলা-ভাইস চেয়ারম্যান

সীতাকুণ্ডের জোড়আমতলে লকডাউনে থাকা পরিবারের পাশে মহিলা-ভাইস চেয়ারম্যান

মোহরম আলী সুজন,সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুন্ড উপজেলা পরিষদের সম্মানিত মহিলা-ভাইস চেয়ারম্যান, যুব মহিলা লীগের সংগ্রামী আহব্বায়ক, রাজপথের সফল নারী নেত্রী জয়নব বিবি জলি প্রতিনিয়ত ছুটে চলেছেন পথ প্রান্তরে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতে সাধারণ জনগনকে সচেতন করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন। কখনো খাবার সামগ্রী বিতরণ, কখনো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে জীবাণু নাশক স্প্রে ছিটাতে সহযোগিতা করে চলেছেন।ইতিমধ্যে লকডাউনে থাকার খবর পেলেই ছুটে চলেছেন আপন ছোট ভাইকে নিয়ে।তারই ধারাবাহিকতায় জোড়আমতল এলাকায় করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবার ও আশে পাশে লকডাউন হওয়া ১৩টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী পৌছে দিলেন জয়নব বিবি জলি।

জয়নব বিবি জলি জানান, করোনায় সচেতন হতে হবে,সরকারী বিধি নিষেধ মানতে হবে নিজেদের প্রয়োজনে।হোম কোয়ারেন্টিন, সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করেছেন।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন।

তিনি বলেন,সীতাকুণ্ড উপজেলা পরিষদের সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এমন কঠিন মুহূর্তে অনেক নেতা নেত্রী বাসায় নিজেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সেখানে জয়নব বিবি জলি করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাড়াচ্ছেন। তাকে জোড়আমতল এলাকাবাসীর পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।