হযরত মোহাম্মদ ( সাঃ) আদর্শ পালন করতে পারলে আমাদের পৃথিবী ও পরকালের জীবন আলোকিত হবে: দিদারুল আলম এমপি

হযরত মোহাম্মদ ( সাঃ) আদর্শ পালন করতে পারলে আমাদের পৃথিবী ও পরকালের জীবন আলোকিত হবে: দিদারুল আলম এমপি

এম আলতাফ মাহমুদ।।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেছেন পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে আল্লাহ ও নবী করিম (সাঃ) আদর্শ আমাদের জীবন গড়তে হবে। আমরা যদি হযরত মোহাম্মদ ( সাঃ) আদর্শ মনে ধারণ করে পালন করতে পারি তাহলে আমাদের পৃথিবী ও পরকালের জীবন আলোকিত হবে।

জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে আল্লাহ ও নবী করিম (সাঃ) কথা এবং আদেশ পালন করতে হবে।

আলহাজ্ব দিদারুল আলম এমপি আজ পবিত্র আশুরা উপলক্ষ্যে উনার নিজ বাসভবনে দোয়া ও মাহফিলে এ আহ্বান জানান।

“পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।”

তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দিদারুল আলম এমপির পিতা আলহাজ্ব মোঃ তাহের, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মনজুর আলম ও পরিবারের সদস্য বৃন্দ।