হিফজুল কুরআন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের কালুশাহ হেফজখানার ৪ শিক্ষার্থীর সাফল্য

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের কালুশাহ হেফজখানার ৪ শিক্ষার্থীর সাফল্য
হিফজুল কুরআন প্রতিযোগিতায় সীতাকুণ্ডের কালুশাহ হেফজখানার ৪ শিক্ষার্থীর সাফল্য

ইসলাম ডেস্ক ।।

আঞ্জুমানে মুত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হযরত খাজা কালু শাহ (রাঃ) সুন্নীয়া হিফয্ খানার ৪ শিক্ষার্থী ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখেছে ।

সোমবার ( ২৫ ডিসেম্বর ) আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে এবং সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি (সয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী পৃষ্ঠপোষকতায় "গাউছুল আজম মাইজভাণ্ডারী দেশব্যাপী জাতীয় ফুজুল কুরআন প্রতিযোগীতা '২০২৪'

উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখা সীতাকুণ্ডের কালুশাহ হেফজখানার শিক্ষার্থীরা হলেন , রেজাউল মোস্তফা , আহম্মদ রেজা , মিছবাহ উদ্দীন ফাহিম ও আব্দুর রউফ সিয়াম ।

উল্লেখ্য যে, এর আগে ১১ নভেম্বর হাটহাজারী পশ্চিম আলীপুর, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুস্টেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার কুরআনের হাফেজগণের সর্ববৃহৎ সংগঠন হফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ এর আয়োজনে চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় থানা ভিত্তিক উত্তীর্ণ প্রতিযোগীদের অংশগ্রহণে ৯ম হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০পারা গ্রুপ থেকে এবার হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী মিছবাহ উদ্দিন ফাহিম ১ম স্থান দখলের গৌরব অর্জন করেছে।

তাছাড়া , ৮ নভেম্বর বিকালে ইশা-আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এ হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৫ মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ইয়েস কার্ড , ক্রেস্ট ও সাটিফিকেট পেয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন । চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পাওয়া ৫ শিক্ষার্থী হলেন , ০১. আহমদ রেজা , ০২. মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম, ০৩. মোহাম্মদ মিছবাহ উদ্দীন ফাহিম, ০৪. মোহম্মদ ইলহাম, ০৫.মোহাম্মদ রেজাউল মোস্তাফা।

তাছাড়া এর আগে হযরত খাজা কালু শাহ (রাঃ) সুন্নীয়া হিফয্ খানার শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আহমদ রেজা, ২০পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম ও ৪র্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন ফাহিম এবং ৩০পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম।

হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন ।

খালেদ / পোস্টকার্ড ;