সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র কামরান আর নেই, মা-বাবার পাশে সমাহিত হবেন তিনি

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র কামরান আর নেই, মা-বাবার পাশে সমাহিত হবেন তিনি
বদরউদ্দিন আহমদ কামরানবদরউদ্দিন আহমদ কামরান

সিলেট প্রতিনিধি।।

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) কেড়ে নিয়েছে সিলেটের রাজনীতিতে সবচেয়ে পরিচিতি মুখ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে (৬৯)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ভাই মাসুক উদ্দিন জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য। এর আগে তিনি টানা ৩০ বছর সিলেটে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর তাৎক্ষণিক সিলেট পৌঁছায়। ভোররাত থেকে রাজনৈতিক নেতা-কর্মীদের মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনসহ সব মহলে শোকের ছায়া নেমে আসে।

বদরউদ্দিন আহমদের সঙ্গে তাঁর বড় ছেলে চিকিৎসক আরমান আহমদসহ পরিবারের কয়েকজন সদস্য ঢাকায় আছেন। তাঁরা মরদেহ নিয়ে সিলেট রওনা করার প্রস্তুতি নিচ্ছেন।

পরিবার সূত্র জানায়, ৫ জুন করোনায় আক্রান্ত হন বদরউদ্দিন আহমদ। পরদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে করোনা চিকিৎসায় সরকারনির্ধারিত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা ক্রমে অবনতি হলে ৭ জুন সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। প্লাজমা থেরাপি দেওয়ার পর বদরউদ্দিন আহমদ কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যুবরণ করেন।

কামরানের স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনায় আক্রান্ত। গত ২৭ মে পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে সিলেটের বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্ন) থেকে চিকিৎসা নিচ্ছেন।

বদরউদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন হলে তিনি প্রথম ভারপ্রাপ্ত মেয়র, পরে ২০০৩ সালের নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র হন। ২০০৮ সালে কারাবন্দী থেকে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এর আগে সিলেট পৌরসভা থাকাকালে ১৯৭২ সালে ছাত্র থাকা অবস্থায় প্রথম পৌর কমিশনার নির্বাচিত হন। ১৫ বছর কমিশনারের দায়িত্ব পালন শেষে ১৯৯৫ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ ও ২০১৮ সালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান।

পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিত্বের পাশাপাশি বদরউদ্দিন আহমদ কামরান সিলেটে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন একটানা প্রায় ৩০ বছর। ১৯৮৯ সালে সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০০২ সাল থেকে গত বছরের ৫ ডিসেম্বর মহানগর কমিটির সম্মেলনের আগপর্যন্ত তিনি নগরের সভাপতির দায়িত্বে ছিলেন। আর কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে দ্বিতীয় মেয়াদে ছিলেন।

মা-বাবার পাশে সমাহিত হবেন তিনি

এদিকে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১০মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল অতিক্রম করে।

সেখানে আগে থেকেই উপস্থিতি ছিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অ্যাম্বুলেন্স পৌঁছতেই তিনি মরদেহ গ্রহণ করে সংশ্লিষ্ট জায়গায় নিয়ে আসেন।

এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।

স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা কখন হবে এখনও নির্দিষ্ট হয়নি। তবে তার বাবা-মায়ের কবরের পাশে মানিকপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।