৩ নম্বর সংকেত চট্টগ্রাম সমুদ্র বন্দরে-নদী সমূহে ১ নম্বর সংকেত,বাড়তে পারে ঝড়-বাতাস

৩ নম্বর সংকেত চট্টগ্রাম সমুদ্র বন্দরে-নদী সমূহে ১ নম্বর সংকেত,বাড়তে পারে ঝড়-বাতাস

নিজস্ব প্রতিবেদক।।

ভ্যাপসা গরম আর রোদ বাইরে। আর এর মাঝেই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সাথে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। মূলত এসবের জেরেই ভোর রাতে চট্টগ্রামে এক পশলা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৮৬ মিলিমিটার এবং কক্সবাজারে সর্বোচ্চ রেকর্ড হয় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, আগামি ২৪ ঘন্টা চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তাছাড়া আগামীকাল বুধবার (৫ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

তিনি জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ইতোমধ্যেই দেশের উপকূলবর্তী স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ স্থানে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে। এ সকল বিভাগের বিভিন্ন স্থানে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস থাকতে পারে। তবে বৃষ্টিপাতের ফলে দেশের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র ভ্যাপসা গরম অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে।