সীতাকুন্ডে স্লুইসগেট ভরাট করে শিপইয়ার্ড নির্মাণ

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুন্ডে স্লুইসগেট ভরাট করে শিপইয়ার্ড নির্মাণ
সীতাকুন্ডে স্লুইসগেট ভরাট করে শিপইয়ার্ড নির্মাণ

সীতাকুণ্ডে কুমিরা ঘাটঘর সংলগ্ন মোহরম ইস্পাত শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিকের বিরুদ্ধে স্লুইসগেট ভরাট করে শিপইয়ার্ড নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
জানা যায়, কিছুদিন আগে মোহরম ইস্পাত শিপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ নামে শিপইয়ার্ডের মালিক একটি স্লুইসগেইট দখল করে তাতে শিপ ব্রেকিং ইয়ার্ডের কাজ শুরু করে। স্লুইসগেট দখল করে ভরাটের কারনে উত্তর ও দক্ষিণ দিকের প্রায় ৬টি গ্রামে জলবদ্ধতার শঙ্কা দেখা দেয়। এ ছাড়া স্লুইসগেটের মুখে যে ছড়াটি রয়েছে তা বন্ধ হওয়ার উপক্রম। ছড়াটি বন্ধ হয়ে গেলে কৃষি জমি ও রাস্তায় জলবদ্ধতা দেখা দিতে পারে। এমতাবস্থায় পানি চলাচলের জন্য স্লুইস গেটসহ ছড়াটি পুনরুদ্ধারের দাবি জানান এলাকাবাসী। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী বলেন বিষয়টি আমি শুনেছি। চাইলে তো আর কেউ সরকারি স্লুইসগেটটি বন্ধ করে দিতে পারেনা। স্লুইসগেটটি বন্ধ হলে এলাকাবাসীকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সাংবাদিকদের বলেন, স্লুইসগেট দখল করে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে  তদন্ত করে আইনানুগ ব্যবস’া নেওয়া হবে। এদিকে মেসার্স মোহরম ইস্পাত শিপ রিসাইক্লিং ইন্ড্রাস্ট্রিজ নামে শিপইয়ার্ড স্বত্ত্বাধিকারী কামাল পাশা বলেন, আমি স্লুইসগেট দখল করিনি, পার্শ্ববর্তী ইয়ার্ডের মালিকরা দখল করে রেখেছে। স্লুইসগেটটি দখলমুক্ত করতে আমি নিজেও প্রশাসনের নিকট দাবি জানিয়েছি।