সার্ভারে ত্রুটির কারণে 'করোনা ফ্রি’ সনদ না পেয়ে বিমান ধরতে পারেননি ১০ বিদেশযাত্রী

সার্ভারে ত্রুটির কারণে 'করোনা ফ্রি’ সনদ না পেয়ে বিমান ধরতে পারেননি ১০ বিদেশযাত্রী

নিজস্ব প্রতিবেদক ।।

সার্ভারে ত্রুটির  কারণে সময়মতো ‘করোনা ফ্রি’র সনদ পায়নি অন্তত ৩০ জন বিদেশযাত্রী। এরমধ্যে অন্তত ১০ জন বিমান ধরতে পারেননি বলে জানা গেছে । এর আগে সোমবার সকালে তারা চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ‘করোনা ফ্রি’ সনদের জন্য অপেক্ষায় ছিলেন।

বিষয়টি স্বীকার করে আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, ‘সার্ভারে ত্রুটির কারণে ৩০ জন বিদেশ যাত্রীকে সঠিক সময়ে ‘করোনা ফ্রি’ সনদ দিতে পারিনি। এর মধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি বলে জানতে পেরেছি। বিমান ধরতে না পারা যাত্রীদের কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি।