সাংবাদিক রাউজানের উপজেলা চেয়ারম্যানসহ আজ এক ল্যাবেই করোনা শনাক্ত ৫৮ জন, মোট রোগীর ৯৭৪ জন

সাংবাদিক রাউজানের উপজেলা চেয়ারম্যানসহ আজ এক ল্যাবেই করোনা শনাক্ত  ৫৮ জন, মোট রোগীর ৯৭৪ জন
আজ একটি ল্যাবেই করোনা শনাক্ত ৫৮ জন, মোট রোগীর ৯৭৪ জন

নিজস্ব প্রতিবেদক ।।

প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । আজ চট্টগ্রামের করোনা পরীক্ষার তিনটি ল্যাবের মধ্যে শুধুমাত্র ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। বিআইটিআইডির ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ২৬২টি নমুনা পরীক্ষায় নতুন ৫৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৪ জন চট্টগ্রাম জেলার। ফলে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৪ জনে।

রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল এবং চট্টগ্রামের আরও দুই সাংবাদিক সহ বিআইটিয়াইডি ল্যাবে শনাক্ত হওয়া চট্টগ্রাম জেলার ৫৪ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে ৪৪ জন মহানগর ও ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা । নতুন করে করোনা পজিটিভ হওয়া ২ সাংবাদিকের মধ্যে একজন ঢাকার একটি দৈনিকের চট্টগ্রাম অফিসে কর্মরত, অপর একজন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন।

দিনের নমুনা পরীক্ষায় নগরীতে দামপাড়ায় সর্বাধিক আটজন এবং লালখানবাজারের সাতজনের করোনার নমুনা পজিটিভ এসেছে। পতেঙ্গা নেভি হাসপাতাল গেইট এলাকায়ও এক কিশোরসহ চার মহিলা আক্রান্ত হলেন করোনায়।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

এদিকে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের ফলাফল প্রকাশ করা হলেও সেগুলো ছিল আগের দিনের (সোমবার) ফলাফল। এই রিপোর্ট লেখা পর্যন্ত চমেক ও সিভাসু ল্যাবের মঙ্গলবারের নমুনা পরীক্ষার ফলাফল জানাতে পারেননি সিভিল সার্জন।

বিআইটিআইডি ল্যাবে গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়াদের মধ্যে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনেই ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এদের বয়স যথাক্রমে ৫৫, ২৬, ৩২, ৩৫, ৪০ বছর এছাড়া ২৩ বছর বয়সী নারীও আক্রান্ত হয়েছেন সেখানে। দামপাড়ায় করোনা পজিটিভ এসেছে ২১ ও ৩৮ বছর বয়সী আরো দুই পুরুষের নমুনায়।

নগরীর লালখানবাজার চানমারী রোড মিশমাক স্কোয়ারেও ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এদের কয়েকজন একই পরিবারের সদস্য। এদের মধ্যে রয়েছেন ২৬, ৩৭ , ৬৭, ৪১ ও ৩৩ বছর বয়সী পাঁচজন পুরুষ ও ৬০ বছর বয়সী এক মহিলা। লালখানবাজার এমএম আলী রোডে শনাক্ত হয়েছেন ২৭ বছর বয়সী এক পুরুষও।

পতেঙ্গা নেভি হাসপাতাল গেইটের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরসহ ৬৫, ২৭, ২২ ও ৪৮ বছর বয়সী চারজন মহিলা। এছাড়া পতেঙ্গা কাটগড় এলাকায় অজ্ঞাত বয়সী এক পুরুষ এবং সিমেন্ট ক্রসিং এলাকায় ২৬ বছর বয়সী এক পুরুষের শরীরেও করোনার জীবাণু মিলেছে।

পাঁচলাইশের কাতালগঞ্জ আবাসিক এলাকায় ১১ বছর বয়সী কিশোরের শরীরেরও করোনা শনাক্ত হল। পশ্চিম বাকলিয়া মৌসুমী আবাসিক এলাকায় ৩৫ বছর বয়সী এক মহিলা এবং পাহাড়তলী ইমপেরিয়াল হাসপাতালের ১৯ বছর বয়সী এক তরুণও করোনা পজিটিভ হলেন। পাঁচলাইশ ষোলশহর এলাকায় ৪১ ও ২৬ বছর বয়সী দুই পুরুষ এবং হালিশহর এলাকায় ৪০ ও ৫৮ বছর বয়সী দুই পুরুষের শরীরেও করোনার জীবাণু মিলেছে।

এছাড়া ফিরিঙ্গিবাজার এলাকায় ৪৮ বছর বয়সী পুরুষ, উত্তর কাট্টলীতে ৪০ বছর বয়সী পুরুষ, আগ্রাবাদে ২২ বছর বয়সী পুরুষ, খুলশী ওয়্যারলেস এলাকায় ৩৯ বছর বয়সী পুরুষ, ওয়াসা মোড়ে ৫০ বছর বয়সী পুরুষ, কলসী দিঘির পাড় এলাকায় ৬৭ বছর বয়সী পুরুষ, বড়পোলে ৪০ বছর বয়সী পুরুষ, গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় ৪১ বছর বয়সী পুরুষ, সরাইপাড়ায় ৭০ বছর বয়সী পুরুষ, ফকিরহাটে ৫২ বছর বয়সী পুরুষ, সাগরিকা এলাকার ৫৯ বছর বয়সী পুরুষ, উত্তর খুলশীতে ৫৪ বছর বয়সী পুরুষ এবং পাহাড়তলী লাকী হোটেল এলাকায় ৩৭ বছর বয়সী এক মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ৪০ বছর বয়সী পুরুষ, শীতলপুরে ৪০ ও ৪৯ বছর বয়সী পুরুষ, ভাটিয়ারী এলাকায় ৫৩ বছর বয়সী পুরুষ এবং ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাটায় ১২ বছর বয়সী এক কিশোরী করোনায় আক্রান্ত হলেন। এছাড়া বাঁশখালী বৈলছড়ির ২৮ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক মহিলা, হাটহাজারীতে অজ্ঞাত বয়সী এক মহিলা, ফটিকছড়ি ভুজপুর এলাকায় ৪৫ বছর বয়সী এক পুরুষ করোনাভাইরাসের শিকার হয়েছেন।

এছাড়া বিআইটিআইডির নমুনা পরীক্ষায় ৬২ ও ৫৫ বছর বয়সী দুজন পুরুষের মধ্যে করোনা পজিটিভ এলেও তাদের ঠিকানা জানা যায়নি।

অন্যদিকে বিআইটিআইডি ল্যাবে শনাক্ত হওয়া ভিন্ন জেলার ৪ জনের মধ্যে একজন নোয়াখালী ও বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার।