সৌদিআরব যে সমস্ত প্রবাসী কোম্পানি ও মুয়াসসাসায় অবৈধ একামা ধারী ও একামা ছাড়া আছেন তাদের দেশে যাওয়ার সুযোগ

সৌদিআরব যে সমস্ত প্রবাসী কোম্পানি ও মুয়াসসাসায় অবৈধ একামা ধারী ও একামা ছাড়া আছেন  তাদের দেশে যাওয়ার সুযোগ

পোস্টকার্ড ( প্রবাস) ডেস্ক ।।

সৌদিআরব যে সমস্ত প্রবাসী কোম্পানি ও মুয়াসসাসায় অবৈধ একামা ধারী ও একামা ছাড়া আছেন  তাদের দেশে যাওয়ার সুযোগ

সেীদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সূর্বন সুযোগ। যে সমস্ত প্রবাসী কোম্পানি ও মুয়াসসাসায় অবৈধ একামা ধারী ও একামা ছাড়া আছেন শুধু তারা জেল জরিমানা ছাড়া দেশে যাবার সুযোগ পাবেন । সৌদি আরবের এলাকা সমূহ দুই ভাগে বিভক্ত বলা যায়, এক ভাগ বাংলাদেশ দুতাবাস রিয়াদ এর আওতাধীন পূর্বাঞ্চল ও অন্যভাগ পশ্চিমাঞ্চল বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এর আওতাধীন। যাদের হুরুব নেই, মামলা নেই, ইকামা মেয়াদহীন বা ইকামা হয়নি, এবং নিয়োগকর্তার ধরন কোম্পানি বা মুয়াসসাসা তারা বর্তমান এই সুযোগে জেল জরিমানা ছাড়াই দেশে যেতে পারবেন এবং পরবর্তিতে নতুন ভিসায় আসতে পারবেন। এই সুযোগ নেয়ার জন্য কোম্পানি/মুয়াসসাসা যে এলাকার ঠিকানায় সেই এলাকার দুতাবাস/কন্স্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ দুতাবাস রিয়াদ দূতাবাস ভবনে আবেদন গ্রহণ শুরু করেছে। একই ভাবে দাম্মাম অঞ্চলেও দূতাবাস প্রতিনিধিদের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। দূতাবাসের আওতাধীন অন্যান্য অঞ্চলে পরবর্তিতে তারিখ ঘোষণা করে আবেদন জমা নেবে বলে জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। অপরদিকে বাংলাদেশ কন্স্যুলেট জেদ্দা এখনো আবেদন জমা নেয়া শুরু করেনি, যথাশীঘ্র এই কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন কার্যালয় প্রধান মোস্তাফা জামিল। জেদ্দা কন্স্যুলেটে যোগাযোগের নম্বরঃ 8002440051।