আমরা চাই একটি উন্নত রাষ্ট্র গঠন করতে : ড.হাছান মাহমুদ

আমরা চাই একটি উন্নত রাষ্ট্র গঠন করতে : ড.হাছান মাহমুদ
ড.হাছান মাহমুদ

স্টকার্ড প্রতিবেদক ।।

ড.হাছান মাহমুদ বলেছেন, আমরা একটি উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। পাশাপাশি উন্নত জাতিও গঠন করতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সাংস্কৃতিক বিকাশ, যা নাটকের মাধ্যমে সম্ভব।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে তীর্যক নাট্যদলের পাঁচ দিনব্যাপী নাট্যমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসন রোধে মৌলিক নাটকের ভূমিকা অপরিসীম। আকাশ সংস্কৃতির হিংস্র থাবার মধ্যেও আমাদের মৌলিক সংস্কৃতি নাট্যদলগুলো যে ধরে রেখেছে এবং চর্চা করছে সেজন্য তারা অবশ্যই সমাজের, রাষ্ট্রের ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে বাঙালি সংস্কৃতি লালন করার ক্ষেত্রে এবং আমাদের মৌলিক সংস্কৃতি লালন করার ক্ষেত্রে, একই সাথে আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সর্বক্ষেত্রে নাট্যদলগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

তীর্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনের উদ্বোধন করেন পশ্চিম বঙ্গের নাট্য ব্যক্তিত্ব বিভাষ চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন নাট্যাভিনেতা মামুনুর রশিদ, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ কায়কাউস। 

তীর্যক নাট্যদলের ৪৬ বছর পূর্তিতে আয়োজিত এ পাঁচ দিনব্যাপী নাট্যমেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।