সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ !

সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ !
সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ অনির্ধিষ্ঠ কালের জন্য বন্ধ !

পোস্টকার্ড ডেস্ক।।

 

চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও এক যুবককে অপহরণের প্রতিবাদে চেয়ারম্যান অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষনা করেছেন।

বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান জানায়, আজ মঙ্গলবার পরিষদ চলাকালে সকাল ১১ টায় যুবলীগের নামধারী সরওয়ার ও মেরাজের নেত্রীত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের সামনে থেকেই অভি নামক এক যুবক কে এলোপাতারি পিটাতে থাকে, চেয়ারম্যান রেহান উদ্দিন এজলাস থেকে নেমে যুবকটিকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়ে পুলিশ কে খবর দেন, এসময় তিনি ডিজিএফআই, গোয়েন্দা পুলিশ, ইউএনও, এএসপি, এসপি, জেলা প্রশাসক, সাংবাদিক সহ প্রশাসনকে ফোনে জানান।

পুলিশ এসে সন্ত্রাসীদের আস্তানা থেকে ঐ যুবককে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চেয়ারম্যান নিরাপত্তায় সংশয় ভেবে অনির্দিষ্টকালের জন্য পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষনা করেন।

এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সরকারি দপ্তরে এইভাবে সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি একা ইউনিয়ন পরিষদে যাওয়া -আসা করি, তাই নিজেও নিরাপত্তাহীনতাই ভুগছি। এতে করে পরিষদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি ।

ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধের জন্য জনসাধারণের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন বলেন, চেয়ারম্যান রেহান উদ্দিন মোবাইলে পরিষদে হামলার অভিযোগ করেন, তিনি সাথে সাথে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন, হামলার বিষয়টি কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এব্যাপারে চেয়ারম্যান রেহান উদ্দীন বাদী হয়ে নামও বেনামে ৩০ /৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং সিসিটিভির ফুটেজ দেখিয়ে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান করেন।

 

খালেদ / পোস্টকার্ড;