সীতাকুণ্ডের দখলকৃত আলী স্টিল শিপ ইয়ার্ড ছাড়ার কড়া নির্দেশনা 

সীতাকুণ্ডের দখলকৃত আলী স্টিল শিপ ইয়ার্ড ছাড়ার কড়া নির্দেশনা 
সীতাকুণ্ডের দখলকৃত আলী স্টিল শিপ ইয়ার্ড ছাড়ার কড়া নির্দেশনা 

বিশেষ প্রতিবেদক ।। 

জোরপূর্বক দখল করা সীতাকুণ্ডের বার আউলিয়ার আলী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ছাড়তে হবে দখলদারদের। বুধবার দুপুরে অভিযুক্ত এম.এ এন্টারপ্রাইজ শিপ ব্রেকিং ইয়ার্ডকে এ নির্দেশনা দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যম সোনাইছড়ি বার আউলিয়া এলাকায় অবস্থিত মেসার্স আলী স্টিল এন্টারপ্রাইজ নামক শিপ ব্রেকিং ইয়ার্ডের ১৫ কোটি টাকা মূল্যের জায়গা ও কয়েক কোটি টাকার যন্ত্রপাতি দখল করে ঘেরা দেয় পার্শ্ববর্তী এম.এ শিপ ব্রেকিং ইয়ার্ড পক্ষ। এ বিষয়ে মেসার্স আলী স্টিল এন্টারপ্রাইজ ইয়ার্ডের পরিচালক মোঃ মাসুদ রানা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

এ দিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনার তদন্ত ও জায়গা পরিমাপের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাঁদের নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ইয়ার্ড মালিকরা। এ ঘটনায় ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এম.এ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মাহবুবুল আলম, আনোয়ারুল আলম ও শরীফকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নুরুল আহসান।

এ দিকে ভূমি অফিসের মামলার পর এম. এ শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরে গিয়ে ইয়ার্ড দখল করা ভুল হয়েছে স্বীকার করে অনুতপ্ত হন। তবে সেখানে তাদের জায়গা আছে বলে দাবি করেন।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম বলেন, কারো কাছে জায়গা পেলে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বুঝে নিতে হবে। কিন্তু তা না করে কেউ সন্ত্রাসী নিয়ে দখল করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত। কোনো শিপ ইয়ার্ড এ রকম কাজ করলে তার লাইসেন্স বাতিলও হতে পারে। এ ক্ষেত্রে আমরা গতকাল বুধবার এম.এ শিপ ব্রেকিং ইয়ার্ডকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তাদেরকে বলেছি, আলী স্টিল থেকে তাদের দখলের সকল সরঞ্জাম সরিয়ে নিতে হবে। এরপর উভয় পক্ষের কাগজপত্র দেখে তাদের জায়গার সীমানা নির্ধারণ করে দেব আমরা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, এম.এ শিপব্রেকিং ইয়ার্ড যে ভাবে আলী স্টিল দখল করেছে তা খুবই ন্যাক্কারজনক। দিনদুপুরে এ ধরণের অপকর্ম আমরা মেনে নেব না। ওই ইয়ার্ডের দখল তাদেরকে ছেড়ে দিতে হবে। পরে তারা জায়গা পেলে আমরা নথিপত্র দেখে ব্যবস্থা নেব।

খালেদ / পোস্টকার্ড ;