সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডাকাতির প্রস্তুতি, আটক ৩

সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডাকাতির প্রস্তুতি, আটক ৩
সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডাকাতির প্রস্তুতি, আটক ৩

পোস্টকার্ড ণিউজ ।। 

সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, কার্টার ও লোহার রডসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে উপজেলার ঘোড়ামারা ফকিরহাটস্থ ডালাস পেট্টোল পাম্পের পশ্চিম পাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর (বগুলা বাজার) এলাকার বোরহান উদ্দিনের পুত্র মো. রাজু প্রকাশ রাজু মনি (২৩), একই ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার মোহাম্মদ আলীর পুত্র মো. শাকিল প্রকাশ মফিজুর রহমান (২১) ও শীতলপুর এলাকার আবদুল কাদেরের পুত্র মো. তারেক আবেদীন (২১)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি। পরে সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি, কার্টার ও লোহার রড়সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি তোফায়েল আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাদের ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;