সীতাকুণ্ডের সলিমপুরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল জেলের জাল

সীতাকুণ্ডের সলিমপুরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল জেলের জাল
সীতাকুণ্ডে দুর্বৃত্তরা আগুন দিয়ে জেলের জাল পুড়িয়ে দিল 

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে জেলের মাছ ধরার জাল ও দোকান। পূর্ব শক্রতার জের ধরে রাতের আঁধারে এ আগুন দেয়া হয় বলে অভিযোগ। এতে জেলে বিষ্ণু দাশের দোকান ও মাছ ধরার জাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার গভীররাতে উপজেলার ফৌজদারহাটস্থ উত্তর সলিমপুর জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিঞ্চু দাশ জানান, গত ১৩ অক্টোবর বিকালে লাল মোহন দাশ ও নির্মল দাশের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী সমুদ্রে মাছ ধরার সময় চাঁদা চেয়ে আমাকে মাছ ধরতে বাধা দেয়। তারা দুইলক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা একইদিন রাতে অতর্কিত আমার বসতঘরে প্রবেশ করে এলোপাথাড়ি ভাঙচুর করে। এসময় তাদের লাঠির আঘাতে আমার স্ত্রী শান্তা দাশ ও আমি গুরুতর আহত হই। এ ঘটনায় গত বৃহস্পতিবার হামলায় জড়িত নির্মল দাশ, লাল মোহন দাশ, কৃষ্ণপদ দাশ, শয়ন দাশ, নয়ন দাশ, রাজিব দাশ, সাজিব দাশ, রতন দাশ, ভোলানাথ দাশ, তপন দাশ, লতা বাঁশি দাশ ও টিপু দাশকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলার ব্যাপারে অবগত হওয়ার পর সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। সর্বশেষ বৃহস্পতিবার গভীররাতে আগুন দিয়ে তারা আমার দোকান ঘর ও দোকানের ভেতরে থাকা দুই লক্ষাধিক টাকার মাছ ধরার জাল পুড়িয়ে দেয়। উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে বর্তমানে আমি একবারে নিঃস্ব হয়ে পড়েছি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নুরুনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহিৃত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।