সীতাকুণ্ডে ৫০০ আওয়ামী লীগ কর্মীকে ঈদ উপহার দিলেন রেহান চেয়ারম্যান

সীতাকুণ্ডে ৫০০ আওয়ামী লীগ কর্মীকে ঈদ উপহার দিলেন রেহান চেয়ারম্যান

মোহাম্মদ আলাউদ্দীন, পোস্টকার্ডবিডি.কম ।।

সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন রেহান এর ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ তৃণমূল আওয়ামীলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের এর নেতাকর্মী কে ঈদ উপহার দেওয়া হয়।

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুতে সরকারী সকল সূযোগ সুবিধা পাচ্ছিল হতদরিদ্র ও নিন্মবিত্ত পরিবার। কিন্তু মধ্যবিত্ত পরিবার কোনঠাসা হয়ে পড়ে,কারো কাছে চাইতেও পারে না,সরকারের আসা খাদ্য সামগ্রী নিতে লজ্জায় পড়ে। তাই সীতাকুণ্ডে মধ্যবিত্তের জন্য গোপনে খাবার পৌছাতে কার্যক্রম শুরুতে করেন রেহান চেয়ারম্যান, তারই ধারাবাহিকতায় আজ বারৈয়াঢালা ইউনিয়নে ৫০০ নেতাকর্মীকে চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার পাঠানো হয়েছে।

বারৈয়াঢালা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সহ সকল ইউপি সদস্য ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি – সম্পাদকদের উপস্থিতিতে এসব উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার সমুহ লকডাউনের আওতায় পড়ে কর্মহীন হয়ে যাওয়ায় সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী সঠিক ভবে বিতরণের পাশাপাশি রেহান চেয়ারম্যান ব্যাক্তিগত উদ্যোগে নিম্ন শ্রেণীর ৪৫০ পরিবার ও গোপনে মধ্যবিত্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বারৈয়াঢালা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন বলেন, দলের কর্মীরা সংগঠনের প্রাণ,বর্তমানে করোনায় কিছু নেতাকর্মী খুবই নাজুক অবস্থায় আছে, তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে উপহার সামগ্রী পাঠালাম।

তিনি আরো বলেন, করোনা বৈশ্বিক সমস্যা এই ভাইরাসে আমি আপনি যেকেউ আক্রান্ত হতে পারি।যারা আক্রান্ত হয়েছেন তারা আমাদের ভাই বোন।তাদের অবহেলা করবেন না।যার যতটুকু সামর্থ রয়েছে অসহায় মানুষের পাশে দাড়াতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সরকারের নানামুখী পদক্ষেপ মেনে চললে আমরা শীগ্রই এই মহামারী হতে মুক্তি পাবো। সামাজিক দূরত্ব হোম কোয়ারেন্টিন ও সড়কে বাজারে আড্ডা হতে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।