সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস
সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তাছাড়া তদন্ত এখন কোন পর্যায়ে আছে, তারও কোনো তথ্য নেই তদন্ত কমিটির সদস্যদের কাছে। অবশ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করেছেন, তদন্তকাজ ঠিকমতোই এগিয়ে যাচ্ছে  এবং শিগগিরই তাঁরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। 

এর আগে গত ৪ জুন রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এক সময় রাসায়নিক ভর্তি একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০০ জনেরও অধিক মানুষ। এ ঘটনার সঠিক কারণ বের করতে বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এর মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটি তাদের জমাকৃত প্রতিবেদনে জানান, ডিপোতে থাকা হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউসের পাশাপাশি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে প্রধান করে গঠিত ৭ সদস্যের এ তদন্ত কমিটিতে সহকারী পরিচালক (চট্টগ্রাম) আনিসুর রহমানকে সদস্যসচিব করা হয়। কমিটি গঠনের পর দেড় মাস পার হতে চললেও তাঁরা এখনো কোন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।

তদন্তের অগ্রগতি সম্পর্কে এখন কিছু জানাতে অপরাগতা জানান তদন্ত কমিটির সদস্যসচিব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক (চট্টগ্রাম) মো. আনিসুর রহমান । যেকোনো তথ্যের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

তদন্ত কমিটির আরেক সদস্য ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, তদন্তকাজ চলছে। ল্যাব টেস্টসহ কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ হলে দাখিল করা হবে। আর প্রতিবেদন দাখিল করলে আপনারা অবশ্যই জানতে পারবেন।

অন্যদিকে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ মো. আব্দুল মমিন বলেন, ঈদের আগে তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এটা নিয়ে যা বলার মহাপরিচালক বলবেন। এ বিষয়ে জানার জন্য আমাদের মিডিয়া শাখায় যোগাযোগ করতে পারেন।’

পরে মিডিয়া শাখায় যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।

খালেদ / পোস্টকার্ড;