সীতাকুণ্ডের অবরুদ্ধ এক প্রবাসীর পরিবার ৮ দিন পর মুক্ত

সীতাকুণ্ডের অবরুদ্ধ  এক প্রবাসীর পরিবার ৮ দিন পর মুক্ত
সীতাকুণ্ডের অবরুদ্ধ এক প্রবাসীর পরিবার ৮ দিন পর মুক্ত

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

অবরুদ্ধ থাকা একটি পরিবারকে আট দিন পর বেড়া ভেঙে চলাচলের রাস্তা উন্মুক্ত করলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

বুধবার বিকেলে উপজেলার কুমিরা ইউনিয়নের দেলিপাড়া এলাকার কেরামত আলী কারিগর বাড়িতে গিয়ে বেড়া ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেন তিনি ।

এ সময় তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রবাসী সেলিমের স্ত্রী ও সন্তানদের ঘরের বাইরের চারদিকে বেড়া দেন তার ভাইয়েরা। এতে চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় ঘরে আটকা পড়েছেন বলে জানান প্রবাসী সেলিমের স্ত্রী মনোয়ারা বেগম।

অন্যদিকে সেলিমের ভাই ও মা অভিযোগ করেন মোনোয়ারা তাদের একটি জায়গায় কাজ করতে বাধা দিতে ১৪৫ ধারা জারি করান। তাই ওই ঘরের কাজ বন্ধ আছে। মায়ের থাকার জন্য নিজস্ব ঘর দরকার। তাই তারা সেলিমের ঘরের সামনের উঠোনে সেই ঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, উভয়ের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানতে বুধবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে যাই এবং রাস্তার বেড়া সরিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের পারিবারিক বিরোধ মেটাতে জায়গা পরিমাপ করে সবাইকে বুঝিয়ে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে ।

এ বিষয়ে কুমিরার ইউপি চেয়ারম্যান মো. মোর্শেদ হোসেন চৌধুরী বলেন, প্রবাসীর স্ত্রী অবরুদ্ধ আছেন জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আমাকে তাঁর পক্ষে কেউ অভিযোগ না করায় আমি বিস্তারিত জানতাম না। এখন ইউএনওর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রবাসীর স্ত্রীর চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;