সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় মামলা, হত্যাকারী গ্রেপ্তার 

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় মামলা, হত্যাকারী গ্রেপ্তার 
সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা সন্তান হত্যার ঘটনায় মামলা, হত্যাকারী গ্রেপ্তার 

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধার সন্তান খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে নিহত খোরশেদ আলমের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলাটি করেন। মামলার পরই হত্যাকারী আরাফাত উদ্দিন ওরফে ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ দুই ছেলে ও এক মেয়েকে চিকিৎসা করিয়ে ফৌজদারহাট এলাকার বিআইটিআইডি হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন খোরশেদ আলম ও তাঁর স্ত্রী শামীমা আক্তার। এ সময় তাঁদের বহনকারী প্রাইভেট কারটি আরাফাতের ঘরের সামনে দিয়ে ঘোরানো নিয়ে খোরশেদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। আরাফাত তাঁর ঘর থেকে বঁটি নিয়ে খোরশেদের ঘাড়ে ও গলার বাঁ পাশে কোপ দেন।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা খোরশেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোরশেদ আলম ও আরাফাত হোসেন দুজনেরই বাড়ী সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পন্তিছিলার ফকিরপাড়ায়। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আরাফাত উদ্দিন পুলিশের নজরদারিতে ছিলেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদকে হত্যার কথা স্বীকার করেছেন আরাফাত।

খালেদ / পোস্টকার্ড ;