সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

পোস্টকার্ড নিউজ ।।

পৃথক দুর্ঘটনায় সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভাটিয়ারী রেল স্টেশন এলাকায় এবং বিকালে কদমরসুল রেললাইনে এ দুটি দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল হাকিম (৫৫), অন্যজন অজ্ঞাত (৫০) নারী।

প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ডাউনলাইন ট্রেন ভাটিয়ারী রেল স্টেশন এলাকা অতিক্রমকালে রেললাইন পার হওয়া অজ্ঞাত পরিচয়ের নারীটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তার হাত, পা কাটা পড়ার পাশাপাশি ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মধ্যবয়সী এ নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় শনাক্তে হাসপাতালে গিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙ্গুলের ছাপসহ বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছেন।

অপর দিকে বিকাল সাড়ে ৫টার সময় কদমরসুলের কেশবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল হাকিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি চন্দনাইশ উপজেলার হামিদ মেম্বার বাড়ির বজল আলীর পুত্র। সে ভাটিয়ারী কদমরসুল এলাকায় ভাড়া বাসায় থাকে।

খালেদ / পোস্টকার্ড ;