চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে গণবদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে গণবদলি
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে গণবদলি

নিজস্ব প্রতিবেদক ।।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের ১৬৮ কর্মকর্তা-কর্মচারীকে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগে গতিশীলতা ও শৃঙ্খলা আনতে এ বদলি। বদলি হওয়া ১৬৮ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরত কনসালটেন্ট, ডাক্তার-নার্স, আয়া-স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। খোরশেদ আলম সুজন চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বিভাগে রদবদল শুরু করেন। এর মধ্যে সবচেয়ে বড় রদবদল হলো স্বাস্থ্য বিভাগে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা বলেন, প্রশাসক মহোদয় যোগদানের পরই তার অনুমতিক্রমে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে। ইতোমধ্যে রাজস্ব ও পরিচ্ছন্ন বিভাগ এবং ওয়ার্ড সচিবদের বদলি করা হয়েছে। এবার স্বাস্থ্য বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসনিক স্বাভাবিক বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে এ বদলি।