সীতাকুণ্ডে ডেকোরেটার্স শ্রমিক হত্যাকাণ্ড ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা , গ্রেপ্তার ৫

সীতাকুণ্ডে ডেকোরেটার্স শ্রমিক হত্যাকাণ্ড ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা , গ্রেপ্তার ৫
সীতাকুণ্ডে ডেকোরেটার্স শ্রমিক হত্যাকাণ্ড ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা , গ্রেপ্তার ৫

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে কিশোর গ্যাংয়ের হাতে দুই ডেকোরেটার্স শ্রমিক খুনের ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের শাহীনের বাবা নায়েব আলী সুজন বাদী হয়ে গত শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো ভূঁইয়াপাড়ার মো. শাহাজাহানের ছেলে আসিফুল ইসলাম প্রকাশ রকি (২০), চৌধুরী পাড়ার মৃত বাবুলের ছেলে আরমান (২১), দক্ষিণ মহাদেবপুর গ্রামের মৃত আইনুল হোসেনের ছেলে বাহার হোসেন (২২), পেশকার পাড়া গ্রামের মৃত ফারুক ড্রাইভারের ছেলে নুর হোসেন (৩০) ও একই পাড়ার জয়নাল আবেদীনের ছেলে মো. মানিক (২৩)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়ার বাসিন্দা ইরফানের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে আহম্মেদ শরীফ প্রকাশ আকাশ। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি শালিসী বৈঠক হবার কথা ছিল। ওই দিন সন্ধ্যা পৌনে ৭টায় তারা ঘটনাস্থল মুছার ঘাটা এলাকায় গেলে আসামিরা তাদের ছুরিকাঘাত ও মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, তুচ্ছ একটি ঘটনায় দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।