সীতাকুণ্ডে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

সীতাকুণ্ডে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
সীতাকুণ্ডে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস যৌথ উদ্যোগে সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছাতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোস্তফা আলম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূঁইয়া, খাদ্য বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা, তথ্য কর্মকর্তা মো. শারমিন আক্তার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফারুখ হোসেন।

খালেদ / পোস্টকার্ড ;