সীতাকুণ্ডে চাঁদার দাবীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে হামলা

সীতাকুণ্ডে চাঁদার দাবীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে হামলা
সীতাকুণ্ডে চাঁদার দাবীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে হামলা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চাঁদার দাবীতে সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর সোনাইছড়ি মহরম ইস্পাত শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ৬ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন মহরম ইস্পাত শিপ ইয়ার্ডের মালিক হাজ্বী মোঃ কামাল পাশা। 

অভিযুক্তরা হচ্ছে মোঃ মহসিন (৫৫), সৈয়দ তৌহিদুল আলম (২৫), ওয়াসিফ (২৩), মোহাম্মদ আলী (৪৫), মোঃ মহরম আলী (২৫), রামকৃষ্ণ(৪০)।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর একটি সন্ত্রাসী গ্রুপ মহরম ইস্পাত শিপ ইয়ার্ডে জোর পূর্বক প্রবেশর করে প্রথমে সাইনবোর্ড ভেঙে ফেলে। এরপর ইয়ার্ডে কর্মরত লোকজনদের মারধর করে অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালাই। এসময় তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। না হলে এখানে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। এসময় লোকজন পুলিশকে ফোন করলে সন্ত্রাসীরা চলে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে মহররম ইস্পাত শিপ ইয়ার্ডের মালিক কামাল পাশা বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার শিপ ইয়ার্ডটি দখল করার পায়তারা করছে। এব্যাপারে ২০২০ সালে থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন নং-(৩৩/২০২১) প্রেরণ করা হয়। আদালত ১১৩/২০ এর নিষেধাজ্ঞা চলমান রাখেন। এছাড়া বিবাদীদের বিরুদ্ধে সিআইডি ও পিবিআইতেও মামলা রয়েছে। সন্ত্রাসীরা আজ ইয়ার্ড দখল করতে ভিতরে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং না দিলে দখল করার হুমকি দেয়। 

বিষয়টি নিয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, কুমিরা একটি ইয়ার্ডে প্রবেশ করে কিছু ব্যক্তি জোর করে সাইনবোর্ড ভেঙে ফেলে এবং চাঁদা দাবী করেছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ বিষয়ে একটি অভিযোগও পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;