সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সরঞ্জাম লুট, আটক ১

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সরঞ্জাম লুট, আটক ১
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের সরঞ্জাম লুট, আটক ১

পোস্টকার্ড ডেস্ক ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে জিম্মি করে ওই গাড়ির সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।

পুলিশ এ ঘটনায় গত শনিবার রাতে কুমিরা এলাকা থেকে জড়িত ইব্রাহিম খলিল নিশান(২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা থানায় আছে বলে জানিয়েছে পুলিশ।

নিশান সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর মাজার গেইট এলাকার আশরাফুল ইসলাম সোহাগের ছেলে। রোববার পুলিশ তাকে আদালতের প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের কালুঘাট শিল্প এলাকার একটি কারখানা থেকে পণ্যসামগ্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে চট্টমেট্টো-ট ১১-৮১১৫ নাম্বারের একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইকারী চক্রের সদস্যরা কাভার্ডভ্যানটির চালক বাবুল মিয়া ও হেলপার মোহাম্মদ আকাশকে জিম্মি করে গাড়িটি স্থানীয় একটি ডিপোতে নিয়ে যায়। ওখানের গাড়ির চাকাসহ যাবতীয় সরঞ্জাম খুলে নেয় ছিনতাইকারী দলের সদস্যরা। চালক ও হেলপার ছিনতাইকারীদের হাত থেকে ছাড়া পেয়ে গাড়ির মালিককে জানান। গাড়ির মালিক জহুরুল হক ঘটনাটি সীতাকুণ্ড থানার পুলিশকে জানালে পুলিশের একটি টিম শনিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য ইব্রাহিম খলিল নিশানকে কুমিরা এলাকা থেকে আটক করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খালেদ / পোস্টকার্ড;