স্টিল স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলীতে লাইটারেজ জাহাজ ডুবি

স্টিল স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলীতে লাইটারেজ জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক ।।

কর্ণফুলী নদীতে বড় আকৃতির একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে প্রায় সাত কোটি টাকার স্টিল স্ক্র্যাপ নিয়ে । আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন এমভি বর্ণিয় প্রিন্স-২ নামের লাইটারেজ জাহাজটিতে কর্ণফুলী নদীতে ডুবে যায়।

এ সময় জাহাজটিতে বোঝাই ২ হাজার ২৪২ টন স্ক্র্যাপ ছিল। বুধবার (৮ জুলাই) রাত দেড়টা নাগাদ কর্ণফুলী নদীর সদরঘাট অংশে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন এ কে এস স্টিলের জন্য আমেরিকার অকল্যান্ড থেকে এমভি দরিয়া যমুনা নামের একটি মাদার ভ্যাসেল ৩৪ হাজার ৮০০ টন স্টিল স্ক্র্যাপ নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে পৌঁছে।

জানা যায়, লাইটারেজ জাহাজটি আবুল খায়ের কোম্পানির স্ক্র্যাপ মালামাল নিয়ে বহির্নোঙ্গর হতে আসার সময় বয়ার সঙ্গে ধাক্কা লাগে। জাহাজের নাবিকরা কেউ নিখোঁজ বা হতাহত নেই। সকাল থেকে জাহাজটি উদ্ধার কার্যক্রমের চেষ্টা চলছে।

জাহাজটির বডি পুরোপুরি ডুবে গেছে। শুধু বিজ দেখা যাচ্ছে। জাহাজের পণ্যগুলো হ্যাজের ভিতরে রয়েছে। এছাড়া জাহাজটিতে তিনশ’ লিটারের মতো জ্বালানি তেল রয়েছে। যা ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।

বন্দরের এক কর্মকর্তা জানান, বহির্নোঙ্গর থেকে মাল বোঝাই করে লাইটার জাহাজটি আসছিল। নাবিকের অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে। এ লাইটারেজ জাহাজ ডুবিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরের চ্যানেল বন্ধ হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।