সকল সামাজিক অনুষ্ঠান বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সকল সামাজিক অনুষ্ঠান বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সকল সামাজিক অনুষ্ঠান বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

পোস্টকার্ড ডেস্ক।।

সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে তিনটি কমিটি কার্যক্রম শুরু করবে। করোনাভাইরাস প্রতিরোধ জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে হচ্ছে- জাতীয় পর্যায়ে ৪০০ বেড, জেলা পর্যায়ে ১০০ বেড এবং উপজেলা পর্যায়ে ২০ বেড নিশ্চিত করবে কমিটি। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিদেশ থেকে আগত যাত্রী এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই করোনাভাইরাসে মৃত্যুঝুঁকি মাত্র ২ শতাংশ। জনসচেতনতাই পারে এর সংক্রমণ প্রতিরোধ করতে।’

তিনি আরো বলেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে। 

তিনি বলেন, আক্রান্ত দেশ থেকে যাতে কোনো বাংলাদেশি দেশে না আসে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

দু এক দিনের মধ্যে সারা দেশে প্রচারণায় নানা ধরনের প্রচারণা কাযক্রম শুরু হবে। এ কাযর্ক্রমে দেশের বিত্তবানদেরকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

প্রচারণার কাজে বিশ্ব ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা প্রিভেনশন উপকরণের দাম নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেওয়া হবে। 

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতিষ্ঠানগুলোতে প্রিভেনশনাল ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। 

তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনেকের সমাগম হলেও সেখানে সংক্রমণের সম্ভাবনা কম। তবে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, প্রয়োজন হলে এবং সংক্রমণ বাড়লে বিশেষ জায়গায় আলাদা হাসপাতাল করা হবে।