স্ক্র্যাপ লোহা ‘চোর’ বলে সীতাকুণ্ডে জেলে মারধর, জেলেপল্লীর বাসিন্দাদের মহাসড়ক অবরোধ

স্ক্র্যাপ লোহা ‘চোর’ বলে সীতাকুণ্ডে জেলে মারধর, জেলেপল্লীর বাসিন্দাদের মহাসড়ক অবরোধ
স্ক্র্যাপ লোহা ‘চোর’ বলে সীতাকুণ্ডে জেলে মারধর, জেলেপল্লীর বাসিন্দাদের মহাসড়ক অবরোধ

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে স্ক্র্যাপ লোহা চুরির অপবাদ দিয়ে এক জেলেকে মারধর করায় স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘক্ষণ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় স্থানীয় জেলেপল্লীর বাসিন্দাদের এই অবরোধ শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস পেয়ে রাত ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন।

জানা গেছে, সীতাকুণ্ডের ভাটিয়ারী ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ জেলেপাড়ার সতীশ দাশের ছেলে দিলীপ দাশ (৩৫) ছাড়াও বেশ কয়েকজন জেলে ভাটিয়ারী সাগর উপকূলে সিমনি শিপইয়ার্ডের পশ্চিম পাশে সাগরপাড়ে আবহাওয়ার সতর্কতা সংকেত জারি হওয়ায় তাদের নৌকাগুলো ভালোভাবে বাধা আছে কিনা দেখতে যান। এই সময় সিমনি শিপইয়ার্ড থেকে কয়েকজন লোক গিয়ে দিলীপকে ‘চোর’ আখ্যা দিয়ে শিপইয়ার্ডে নিয়ে আসে। পরে সেখানে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খালেদ / পোস্টকার্ড ;