লক্ষ্মীপুরে মারা যাওয়া তরুণের করোনা না থাকলেও তিন ভাই-বোনের পজেটিভ, মোট আক্রান্ত ৩৩ জন

লক্ষ্মীপুরে মারা যাওয়া তরুণের করোনা না থাকলেও তিন ভাই-বোনের পজেটিভ, মোট আক্রান্ত ৩৩ জন
লক্ষ্মীপুরে মারা যাওয়া তরুণের করোনা না থাকলেও তিন ভাই-বোনের পজেটিভ

লক্ষ্মীপুর সংবাদদাতা।।

শ্বাসকষ্ট ও ডায়েরিয়ায় মারা যাওয়া লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এক তরুণের নমুনা পরীক্ষায় করোনা না থাকলেও তার সংর্স্পশে আসা তিন ভাই-বোনের করোনা পজেটিভ ফলাফল এসেছে।

চট্টগ্রামস্থ বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষার পর রোববার রাতে তাদের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর জানান লক্ষ্মীপুর সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফার।  

সোমবার সকালে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল এলাকার তরুণ রাজীব সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। ১৯ এপ্রিল শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় তিনি মারা যান। ফলে মারা যাওয়া ওই তরুণসহ তার সংর্স্পশে আসা পরিবারের  দুই ভাই ও এক বোনের নমুনা পাঠানো হলে বিআইটিআইডির পরীক্ষায় মৃত তরুণের নেগেটিভ আসলে। কিন্তু তার ভাই-বোনদের করোনা পজেটিভ ফলাফল হয়।

করোনা না থাকা ব্যক্তির সংর্ষ্পশে আসা ব্যক্তিদের করোনা পজেটিভ হয় কিভাবে- এমন প্রশ্নে তিনি জানান, মৃত তরুণ হয়তো করোনা আক্রান্ত ছিলেন। নমুনা সংগ্রহ থেকে পাঠানো পর্যন্ত বিলম্ব হওয়ায় এমন ফলাফল আসতে পারে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রামগঞ্জ উপজেলায় ১৬ জন, লক্ষ্মীপুর সদরের ১০ জন, কমলনগরের ৩ জন ও রামগতির ৪ জন রয়েছেন। এজেলার রায়পুর উপজেলায় এখনো করোনা আক্রান্ত রোগীর সদ্ধান পাওয়া যায়নি।