যারা দুর্নীতির সাথে আছেন, তারা আজ থেকে তওবা করেন : চসিক প্রশাসক

যারা দুর্নীতির সাথে আছেন, তারা আজ থেকে তওবা করেন : চসিক প্রশাসক

পোস্টকার্ড ডেস্ক।।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরশন (চসিক) প্রশাসক পদে দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পূর্বে নগরীর বাটালী হিলস্থ চসিক ভবনে তাকে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামসুদ্দোহা স্বাগত জানান। সকাল ১০ টায় চসিক সম্মেলন কক্ষে বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিন আসার পর হাস্যজ্জ্বল চেহারায় নিজ নিজ আসন গ্রহন করেন।অনুষ্ঠানের শুরুতে দুরদ পাঠ করা হয় ।

শুরুতেই বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিন, তিনি সদ্য দায়িত্ব প্রাপ্ত প্রশাসকে সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন এবং সকলকে সহযোগীতার অনুরোধ করেন। সদ্য নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন তার বক্তব্যে সকলের সহযোগীতা আশা করেন।

তিনি বলেন চসিককে দলীয় কার্যালয় বানাবো না । দলীয় কার্যালয় থেকে দলীয় কর্মকান্ড চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। তিনি নগরীর জলবদ্ধতাকে জলাবদ্ধতাকে না বলে জলজট বলে দাবী করেন।

তিনি আরে বলেন ২শ বছরের সংকট ১বছরের মধ্যে সমাধান হবেনা। তবে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হবে। নগরবাসীর সহযোগীতার মাধ্যমে সকল সমস্যা সমাধান করা হবে। চট্টগ্রাম শহর সিঙ্গাপুরের চেয়ে বেশী বাসযোগ্য শহর হবে বলে তিনি আশা করেন। তিনি আরো বলেন আমি সমালোচনাকে ভয় পায়না ।

তিনি তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন বলে অঙ্গীকার করেন। তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, যারা দুর্নীতির সাথে আছেন, তারা আজ থেকে তওবা করেন। চসিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কড়া হুঁশিয়ারী দিয়ে বলেন, দুর্নীতিকে ভুলের বৃত্ত বানাবেননা। ভুল হতে পারে। তবে স্বাভাবিক ভুল সবসময় হতে পারেনা।

তিনি আরো বলেন আমি মহিউদ্দিন চৌধুরীর কর্মি আমি কাজ করতে জানি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বলেন, ১৮০ দিনের প্রত্যেকটি দিনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।