ফেনসিডিলসহ সীতাকুণ্ডে আটক ৩

ফেনসিডিলসহ সীতাকুণ্ডে আটক ৩
ফেনসিডিলসহ সীতাকুণ্ডে আটক ৩

সীতাকুন্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারককুণ্ড বাজার এলাকা থেকে ২৯৩ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার (চট্ট-মেট্রো-গ-১৩-৭৩২০ ও চট্ট-মেট্রো-গ-১৩-৩৭৮৭) জব্দ করা হয়।

আটকরা হলেন- জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার মৃত মুজিবল হকের ছেলে মো. শহীদুল আলম মুন্না (২৬), মীরসরাইয়ের মধ্য মগদিয়ার আবুল হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (২৬), একই এলাকার আবু জাফরের ছেলে মো. জাহেদ (৩২)।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাবের একটি দল বারককুণ্ড বাজারে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় দুটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ওই তিনজনকে আটক করা হয়।

পরে গাড়ির ভিতর তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। প্রাইভেটকার ‍দুটির মূল্য ৪০ লাখ টাকা। আটকদেরকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।