মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে পা পিছলে মারা গেলেন ব্যবসায়ী

মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে পা পিছলে মারা গেলেন ব্যবসায়ী
মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে পা পিছলে মারা গেলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক ।। 
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা দেখতে ফেনী সদর থেকে ৯ বন্ধু মিলে বেড়াতে এসেছিল। শেষে উঁচু পাহাড়ের চূড়া থেকে পা পিছলে পড়ে মারা যান ব্যবসায়ী ফয়েজ আহমেদ খাজু (৩৮)। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টার দিকে তাকে পাহাড়ের খাদ থেকে মৃত উদ্ধার  হয়েছে বলে জানান মিরসরাই থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম।

নিহত ফয়েজ ফেনী পৌরসভার বড়াইপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, খৈয়াছড়ার শিমুল তলার ঝর্ণা দেখতে গিয়ে পাহাড়ের চূড়া থেকে পা পিছলে ৪০০ ফুট নিচে পড়ে মারা যান ফয়েজ আহমেদ খাজু নামের এই ব্যবসায়ী। ফেনী সদরে করিম বেকারির মালিক তিনি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা লিপিবদ্ধ করা হয়েছে।

বেড়াতে আসা ৯ জনের একজন আশরাফুল আলম পলাশ জানান, আমরা ৯ জন বন্ধু মিলে আজ সেখানে বেড়াতে গিয়েছিলাম। তবে আমরা ৬ জন ঝর্ণার নিচে ছিলাম । বাকি তিন জন পাহাড়ে উঠে । সেখানে কয়েকজন মিলে লাঠি নিয়ে মারামারি করছিল । ছিনতাইকারী হতে পারে । তারা যখন ফয়েজকে ওদিকে যেতে নিষেধ করে তখন সে পিছনে সরে আসতে গিয়ে পা পিছলে পড়ে যায় । তারপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে পাহাড়ের খাদ থেকে মৃত উদ্ধার করে।