মিথিলা হানিমুনে, নার্ভাস খানিকটা

মিথিলা হানিমুনে,  নার্ভাস খানিকটা
মিথিলা হানিমুনে, নার্ভাস খানিকটা

পোস্টকার্ড ডেস্ক ।।

সুইজারল্যান্ডে হানিমুনে মিথিলা । এ যেনো অনেকটা এক ঢিলে দুই পাখি মারার কৌশল। মূলত, মিথিলা হানিমুনের পাশাপাশি পিএইচডি গবেষণা করতে গেছেন দেশটির জেনেভা বিশ্ববিদ্যালয়ে।

ইতোমধ্যে মিথিলা তার নতুন ক্যাম্পাসে পা রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মিথিলার পোস্ট করা ছবি থেকেই জানা গেছে এসব। বরাবরের মতো হাসি-খুশি, প্রাণবন্ত মিথিলাকে ছবিতেও দেখা গেছে একইরকম। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি নার্ভাস।

বিয়ের পর পর কেন এই অভিনেত্রীকে নার্ভাস হতে হবে, ভক্তদের যেনো এমন প্রশ্ন না করতে হয়, সেজন্য আগাম উত্তর দিয়েছেন নিজেই। তিনি বলেন, জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভায় পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।

জেনেভা বিশ্ববিদ্যালয়ে মিথিলার পোস্ট করা ছবিতে অবশ্য সৃজিতের দেখা মেলেনি। ধারণা করা হচ্ছে, মিথিলার ছবিগুলো সৃজিতই ক্যামেরাবন্দি করেছেন।

গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সৃজিত-মিথিলার বিয়ে হয়। বিয়ের পর ইনস্টাগ্রামে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন বাংলাদেশের এই অভিনেত্রী।

বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুনে গেলেও বাংলাদেশে কবে আসবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।