সিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উৎযাপন

সিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উৎযাপন
সিএমপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উৎযাপন

পোস্টকার্ড প্রতিবেদক ।।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎযাপন করেছে । ১৯৭৮ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অর্ডিন্যান্স এর আওতায় ৩২৩৮ জন পুলিশ সদস্য ও ৬ টি থানা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( সিএম পি) এলাকার নাগরিকদের নিরাপত্তা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিএমপি’র যাত্রা শুরু হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান। এসময় তিনি সিএমপির বিভিন্ন অর্জন ও পরিকল্পনার কথা তুলে ধরেন। সিএমপির কার্যক্রমে সহযোগিতা করায় নগরবাসীদের পাশাপাশি ও চট্টগ্রামের সকল রাজনীতিবিদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিএমপি কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, পটিয়ার হুইপ শামসুল হক, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা মহিউদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন প্রমুখ। পরে সৌজন্য ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়েই দিনটি উদযাপন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্য সহ আরও অনেকে।