মাজেদের ফাঁসি হয় জল্লাদ শাহজাহানের হাতে

মাজেদের ফাঁসি হয় জল্লাদ শাহজাহানের হাতে

নিজস্ব প্রতিবেদক।।

এক নামেই পরিচিত জল্লাদ শাহজাহান। একাধিক ফাঁসি কার্যকর হয়েছে তার হাতে। বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসিও শাহজাহানের হাত দিয়েই হয়েছে। কারাগারের একটি বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়া গেছে।

শনিবার রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। জল্লাদ শাজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করেন। মাজেদের দণ্ড কার্যকরে প্রধান জল্লাদ শাহজাহানের সঙ্গে সহকারী হিসেবে ছিলেন মনির ও সিরাজ।

২০১০ সালের ২৮ জানুয়ারি এই শাহজাহানই বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মহিউদ্দিন আহমদ (ল্যান্সার), এ কে বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (আর্টিলারি) ফাঁসি কার্যকর করেছিলেন।

জল্লাদ শাহজাহানের পুরো নাম মো: শাহজাহান ভূঁইয়া। জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ২৬ মার্চ। জন্মস্থান নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে। বাবার নাম হাসান আলী ভূঁইয়া। মাতা সবমেহের। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

মাজেদের ফাঁসিতে উচ্ছ্বাস প্রকাশ করে দেশবাসী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এটা সেরা উপহার বলেও মন্তব্য করেন অনেকে।