মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস নতুন প্রজম্মকে শিখাতে হবে : সীতাকুণ্ডে এম. পি দিদার

মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস নতুন প্রজম্মকে শিখাতে হবে : সীতাকুণ্ডে এম. পি দিদার
মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস নতুন প্রজম্মকে শিখাতে হবে : সীতাকুণ্ডে এম.পি দিদার

সীতাকুন্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সীতাকুণ্ড পৌসভার উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে ও কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদের পরিচালনায় এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধকালীন স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম দিদার, প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া,বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব:) সফিউল আলম, মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় সেক্টরস ফোরামের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন চৌধুরী,সাবেক ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম , বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সভাপতি বেলাল হোসেন, কমিশনার মফিজুর রহমান, মোঃ শামছুল আলম আজাদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক এস এম জিলান প্রমূখ।

প্রধান অতিথি দিদারুল আলম তার বক্তব্য বলেন,আজ মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস আমাদের আগামী দিনের নতুন প্রজম্মকে শিখাতে হবে। কারণ নতুন প্রজম্মকে মুক্তিযোদ্ধার ইতিহাস না শিখালে আমরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।তাই আমাদের পরিবারের মা বাবাদেরকে,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে নতুন প্রজম্মকে মুক্তিযোদ্ধার চেতন কি, মুক্তিযোদ্ধা কেন হয় ছিল তা তাদের অবশ্যই জানাতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;