বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন; বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন; বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান
বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন; বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

বিশেষ প্রতিবেদক।।

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য গণমানুষের ভালোবাসার প্রতি সম্মান ও শ্রদ্ধার সর্বোৎকৃষ্ট উদাহরণ হবে।  বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমাদেরকে নিজেদের আচার-আচরণ, কথাবার্তা এবং দায়িত্বপালনে একাগ্র ও সৎ হতে হবে। শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ আহ্বান জানান।

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দারের সভাপতিত্বে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)  সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারী চক্র 'সোনার বাংলা' গড়ার স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না; তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারে না।তিনি বলেন, বাঙালি জাতির সমস্ত সত্তা জুড়ে বঙ্গবন্ধুর উপস্থিতি--বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন; বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম; তিনি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা; আমাদের ভাবনা- অনুভাবনায় প্রতিনিয়ত তাঁর দীপ্ত।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরো বলেন, এখন সময় হয়েছে গর্জে ওঠার। 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু' বলে সামনে এগিয়ে যাবার--বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' গড়তে তাঁরই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ'- এর রূপরেখায় অপরাধমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে। জনমানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে কল্যাণরাস্ট্র গঠন করতে হবে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ন মহাসচিব ও ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক - অহিদ চৌধুরী মুক্তি এবং সহ-সভাপতি কামাল উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুখ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মো: সোলেমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, পূর্ব নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শেখ রাসেল শিশু কাননের শিক্ষিকা ফরিদা আক্তার কাজল, খুলশী থানা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী সোবহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আকবরশাহ থানার সহ-সভাপতি আব্দুর রহিম, খুলশী থানার  সহ-সাংগঠনিক সম্পাদিকা কুলসুমা বেগম, মহিলা সম্পাদিকা রোকসানা ইসলাম, সহ-মহিলা সম্পাদিকা রিনা বেগম, কার্যকরী সদস্য আব্দুল মোতালেব প্রমুখ।

খালেদ / পোস্টকার্ড ;