ভাটিয়ারির বর্তমান চেয়ারম্যান জামাত-বিএনপির সহযোগিতাকারি : মোহাম্মদ হোসেন

ভাটিয়ারির বর্তমান চেয়ারম্যান জামাত-বিএনপির সহযোগিতাকারি : মোহাম্মদ হোসেন

সীতাকুন্ড প্রতিনিধি ।। 

আন্দোলন দুঃসময়ে ছিলাম একসাথে, নির্বাচনেও একসাথে থাকব, এ প্রত্যয় নিয়ে আসন্ন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রতীক চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কৃষিপন্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগ, সভাপতি, ভাটিয়ারী ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ হোসেন।

গতকাল সন্ধ্যায় তাহার বাসভবনে ভাটিয়ারি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জানে আলম চৌধুরীর সভাপতিত্বে ও জহির উদ্দিন চৌধুরী পরিচালনায় দুঃসময়ের তৃনমূল নেতা-কর্মীদের সাথে আসন্ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হোসেন এই মতবিনিময় সভা আয়োজন করেন।

এই সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসেন বলেন,“সাধারণ জনগন যাতে চেয়ারম্যান ও মেম্বারদের কোন কাজে বঞ্চিত না হয়, ভালো সেবা পায়, অন্যায় অবিচার না পায়। ভবিষ্যতে এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করবো আমরা সকলে মিলে। প্রতিনিয়ত যাতে ন্যায় বিচার পায় সাধারণ জনগণ। এই ধরনের আমরা একটি চেয়ারম্যান প্রত্যাশী।

তিনি আরও বলেন, বিএনপি সময় আমি অনেক নির্যাতিত হয়েছি। বর্তমান চেয়ারম্যান নাজিম জামাত বিএনপি আর্শিবাদপুষ্ঠ চেয়ারম্যান। তার সহযোগিতা ভাটিয়ারিতে জামাত-বিএনপি বেপরোয়া। তাঁর জলন্ত উদাহরণ আমার সরকারি লিজকৃত জায়গা কয়েকটি নাশকতার মামলার আসামী নুরুল আবছার গং দখল করে রেখেছে। চেয়ারম্যান নাজিম পুরো ভাটিয়ারি ইউনিয়নে জামাত-বিএনপি অর্থদাতাদের আর্শিবাদে একেক সময় একেক আওয়ামীলীগ নেতার উপর নির্যাতন চালায়। দলের কোন কর্মকান্ড নাই,কাজ শুধু টাকা কামানো। নুরুল আবছারের মত একজন নাশকতার মামলার আসামী কেমন করে বুক ফুলে চলাফেরা করতে পারে। আমাদের লজ্জার বিষয়, দুঃখের বিষয়। সুতরাং আপনারা চিন্তা ভাবনা করেন একজন নীতি ও আদর্শবান চেয়ারম্যান ভাটিয়ারিতে খুবই প্রয়োজন। আমিও আমরা একযোগে নাজিম চেয়ারম্যানের এসব অপকর্মের কথা কেন্দ্রে বললো। আগামীতে যাতে ভাটিয়ারিবাসি একজন ভালো জনপ্রতিনিধি উপহার দেন। যেন আমাদের ভবিষ্যতে কোন অসুবিধা না হয়।” উপস্থিত বক্তারা একযোগে বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিকল্প আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে ভাটিয়ারিবাসি চান,না হলে একযোগে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে উপস্থিত নেতারা হুশিয়ারি প্রদান করেন।  

এই সময় উপস্থিতি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, শামসুল আলম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, ইউসুফ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নারী নেত্রী দেলোয়ারা বেগম, ফৈরদৌস আলম, ছাত্রনেতা রায়হান, আব্দুল সালাম, কানুসহ শত শত নেতাকর্মী।