আল-হামিম ইনস্টিটিউটে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

আল-হামিম ইনস্টিটিউটে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত
আল-হামিম ইনস্টিটিউটে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।।

চলছে মধুমাস জৈষ্ঠ্য। প্রচণ্ড গরমে পাকতে শুরু করেছে আম, জাম, লিচু কাঁঠালসহ গ্রীষ্মকালীন নানান ফল। ‘মৌসুমি ফল খান, সুস্থ থাকুন বারো মাস’'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ জুন,  ২০২৩ রোজ রবিবার বন্দরনগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-হামিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ফল উৎসব’।

আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুলের মতো মৌসুমি ফলসহ দেশি-বিদেশি প্রায় ত্রিশ ধরনের ফলের প্রদর্শনী হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচিত করানো হয় সবগুলো ফলের সাথে। কোন ফলের কী ভিটামিন, কী উপকারিতা তাও তুলে ধরা হয়। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল ফলময় এক আবহ। অনেক শিক্ষার্থী তাদের প্রিয় ফলের মতো করে সেজে এসেছে।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব কোমলমতি শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করে তুলবে।’

খালেদ / পোস্টকার্ড ;