লুটের টাকা মাটি খুঁড়ে উদ্ধার সীতাকুণ্ডে , গ্রেপ্তার ১

লুটের টাকা মাটি খুঁড়ে উদ্ধার সীতাকুণ্ডে , গ্রেপ্তার ১
লুটের টাকা মাটি খুঁড়ে উদ্ধার সীতাকুণ্ডে , গ্রেপ্তার ১

সীতাকুণ্ড সংবাদদাতা।।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কভার্ডভ্যানের চালককে জিম্মি করে ২ লাখ ৩০ হাজার টাকা, চেক ও মোবাইল লুটের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে এডিশনাল এসপি শম্পা রানী সাহার নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লুন্ঠিত এক লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানা জানায়, চট্টগ্রামের মাদারবাড়ির চাঁদ পরিবহন সংস্থার একটি কাভার্ড ভ্যানযোগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম আফছান ও গাড়িচালক মো. সুমন ঢাকার তেজগাঁও থেকে গত শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে তাদের গাড়িটি সীতাকুণ্ডের জোড়আমতল কেডিএস লজিস্টিক ডিপো এলাকায় পৌঁছানোর পর গাড়ি থামিয়ে ম্যানেজার শামীম টয়লেটে গেলে ৩-৪ জন ছিনতাইকারী এসে গাড়ি চালক সুমন অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা ২ লাখ ১০ হাজার ও ৩টি ব্যাংক চেক লুট করে নেয়। এ সময় সুমনের চিৎকার শুনে শামীম এগিয়ে আসলে ছিনতাইকারীরাও তাকেও জিম্মি করে দুইজনের সাথে থাকা ব্যক্তিগত আরো ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় চাঁদ পরিবহনের ম্যানেজার শামীম আহমেদ বাদি হয়ে গত শনিবার (২৩ মে) সীতাকুণ্ড থানায় অজ্ঞাত ৩-৪ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছরারকুল গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল হোসেন প্রকাশ বাংলা ভাইকে (২৬) গ্রেপ্তার করে গতকাল সোমবার (২৫ মে) রিমান্ডে আনে। রিমান্ডে ইকবাল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে নিয়ে তার নতুন বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় লুন্ঠিত এক লাখ ৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কভার্ডভ্যানের চালক ও ম্যানেজারকে জিম্মি করে টাকা, চেক ও মোবাইল ছিনতাই করেছিলো। তারা কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের হলে অনুসন্ধান করে ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ডে আনলে সে জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। এরপর আজ মঙ্গলবার বিকেলে তাকে নিয়ে এডিশনাল এসপি শম্পা রানীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে ইকবালের দেখিয়ে দেয়া বাড়ির মাটি খুঁড়ে সেখান থেকে এক লাখ ৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।