বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজিপি হতে যাচ্ছেন

বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজিপি হতে যাচ্ছেন

আলমগীর হোসেন।।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে র‌্যাবের বর্তমান মহাপরিচালক ড. বেনজীর আহমেদ নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন আইজিপি পদে বেনজীর আহমেদের নিয়োগ চূড়ান্ত হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

আগামী ১৪ এপ্রিল বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদ শেষ হচ্ছে। এ কারণে নতুন আইজিপি হিসেবে বেনজীর আহমেদকে নিয়োগ দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অন্যদিকে সৎ ও পরিচ্ছন্ন ইমেজের বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীকে কোনো দেশের রাষ্ট্রদূত  করা হতে পারে বলেও জানা গেছে। তবে এসবই প্রধানমন্ত্রীর বিবেচনার ওপরই নির্ভর করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০১৮ সালে থ্রি স্টার জেনারেল পদমর্যাদায় আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদ আগামী ১৪ এপ্রিল শেষ হলেও করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবের কারণে তার চাকরির মেয়াদ চুক্তিভিত্তিক হিসেবে এক মাস বা তার কিছু বেশি সময় বাড়ানো হতে পারে। তবে যখনই পরিবর্তন হোক, আপাতত নতুন আইজিপি হিসেবে ড. বেনজীর আহমেদের বাইরে আর কোনো পুলিশ কর্মকর্তার নাম সেভাবে আলোচনায় নেই। 

বাংলাদেশ পুলিশের ‘ডায়নামিক’ কর্মকর্তা হিসেবে বেনজীর আহমেদ সুপ্রতিষ্ঠিত। হলি আর্টিজানে জঙ্গি হামলা, হেফাজতের তাণ্ডব, জঙ্গিদের আত্মসমর্পণ, মাদক নির্মূল কার্যক্রমসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদ সরকারের খুব আস্থার জায়গায় আছেন। এর আগে তিনি ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। বেনজীর আহমেদ পুলিশের আইজিপি হলে র‌্যাবও পাবে নতুন মহাপরিচালক (ডিজি)। তবে এখন পর্যন্ত র‌্যাবের নতুন ডিজি নিয়ে তেমন আলোচনা শোনা যাচ্ছে না।