সীতাকুণ্ডে পশুর হাট পরিদর্শন করেছেন এডিশনাল ডিআইজি জাকির হোসেন

সীতাকুণ্ডে পশুর হাট পরিদর্শন করেছেন এডিশনাল ডিআইজি জাকির হোসেন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের কোরবানী পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি জাকির হোসেন।

সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট তিনি পরিদর্শনে যান।

এসময় তিনি হাটে ক্রেতা ও বিক্রেতারদের মাঝে মাস্ক বিতরণ করেন।

পশুর হাট পরিদর্শনকালে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা কোন ধরনের প্রতারনার শিকার না হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি জনসাধারনকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন সারা বাংলাদেশে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পশুর হাট বাজার গুলোতে বসানো হয়েছে জাল নোট সনাক্ত করন মেশিন। বিভিন্ন হাটে করোনা ভাইরাসের কারণে মোট ১১ টি নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল ইসলাম, এএসপি সীতাকুণ্ড (সার্কেল) শম্পারানী সাহা, সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) সুমন বনিক, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।